গুলির ক্ষত স্মৃতি হয়ে থাকবে দরজায়
ইউসকনসিনের মর্মান্তিক হত্যার স্মৃতি এখনও টাটকা। আর সেই ঘটনার দ্গ-দগে ঘা গুরুদোরার দরজায়। ঘটনার স্মৃতি টাটকা রাখতে গুলির দরজায় গুলির দাগ অক্ষত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল গুরুদোরার ১০০ জন সদস্য।
ইউসকনসিনের মর্মান্তিক হত্যার স্মৃতি এখনও টাটকা। আর সেই ঘটনার দ্গ-দগে ঘা গুরুদোরার দরজায়। ঘটনার স্মৃতি টাটকা রাখতে গুলির দরজায় গুলির দাগ অক্ষত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল গুরুদোরার ১০০ জন সদস্য।
পুলিসের অনুমতি পাওয়ার পর এদিন গুরুদোয়ারার সদস্যরা ক্ষতিগ্রস্ত ধর্মস্থানটি মেরামত করার সিদ্ধান্ত নেন। কিন্তু দরজার গুলির দাগটি রেখে দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।
প্রার্থনা কক্ষে যাওয়ার দরজার সামনেই গুলি করা হয়েছিল ৪১ বছরের বৃদ্ধা পরমজিত করকে। সেখানেই লুটিয়ে পড়ে তাঁর দেহ।
নৃশংস ঘটনার স্মৃতি বহন করবে দরজার গুলির দাগ গুলো। সেদিনের ঘটনায় প্রাণ হারান সতওয়ান্ত সিং। তাঁর এক আত্মীয়ের কথায়, `যাঁরা মারা গিয়েছেন তাঁদের কথা মনে করাবে এই দাগগুলি।`
গত রবিবার ইউসকনসিনের ওক ক্রিকে এই ধর্মস্থানে এক দুষ্কৃতি আচমকা হানায় প্রাণ হারান ছ`জন।