ধীরেসুস্থে রাস্তা পার হচ্ছে বিশাল অ্যানাকোন্ডা; দাঁড়িয়ে গেল যানবাহন, দেখুন ভিডিয়ো

গাড়ি চাপা পড়তে পারে ভেবে গাড়ির চালকরাই এগিয়ে এসে রাস্তার যানবাহন থামিয়ে অ্যানাকোন্ডাটিকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেন

Updated By: Apr 30, 2019, 07:56 PM IST
ধীরেসুস্থে রাস্তা পার হচ্ছে বিশাল অ্যানাকোন্ডা; দাঁড়িয়ে গেল যানবাহন, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: ব্যস্ত রাস্তায় হঠাত্ উদয় হল এক অ্যানাকোন্ডার। উনি ধীরেসুস্থে রাস্তা পার হলেন। বিশাল ওই সাপ দেখে থমকে গেল যানবাহন। ব্রাজিলের এক হাইওয়ের ঘটনা।

আরও পড়ুন-অনুপমের পর বাবুলকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিলেন কেষ্ট কাকা 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অ্যানাকোন্ডার রাস্তা পার হওয়ার ওই দৃশ্য। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে ব্যস্ত রাস্তায় এসে পড়েছে বিশাল ওই সাপটি। তা দেখে দাঁড়িয়ে পড়ছে যানবাহন।

গাড়ি চাপা পড়তে পারে ভেবে গাড়ির চালকরাই এগিয়ে এসে রাস্তার যানবাহন থামিয়ে অ্যানাকোন্ডাটিকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেন। অনেকেই দাঁড়িয়ে পড়েন দৃশ্যটি দেখতে। ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করেছে SnakesAreUsTV।

আরও পড়ুন-আপনার মতো দুষ্টুবাবু বাংলায় নেই, মোদীর তৃণমূল ভাঙানোর হুুঁশিয়ারিতে পাল্টা মমতার   

সাপটি ধীরে ধীরে একদিকের রাস্তা পার হয়ে ডিভাইডার টপকে অন্যদিকে চলে গেল। প্রত্যক্ষদর্শীদের দাবি সবুজ অ্যানাকোন্ডাটির দৈর্ঘ ছিল কমপক্ষে ৩ মিটার। ওজন হবে কমপক্ষে ৩০ কেজি।

প্রসঙ্গত, ভিডিয়োটির ডেসক্রিপশনে লেখা হয়েছে, সবুজ অ্যানাকোন্ডার ওজন দুনিয়ার অন্যান্য অনেক সাপের থেকে অনেক বেশি হয়ে থাকে। ডাঙ্গার তুলনায় জল থাকতেই এরা বেশি ভালোবাসে।

.