বিশের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠন নাকি এরাই!

বিশ্বের বেশ কেয়েকটি দেশ তাদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে। পিছুও হটতে হয়েছে কিছুটা তাদের। ফলে বিস্তর ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও ২০১৫ সালের নিরিখে এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী সন্ত্রাসবাদী সংগঠনের আইসিস। গতকাল তাদের মোট আয় ও সম্পত্তির পরিমাণ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর অ্যানালিসিস অফ টেররিজম।

Updated By: Jun 2, 2016, 09:13 PM IST
বিশের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠন নাকি এরাই!

ওয়েব ডেক্স : বিশ্বের বেশ কেয়েকটি দেশ তাদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে। পিছুও হটতে হয়েছে কিছুটা তাদের। ফলে বিস্তর ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও ২০১৫ সালের নিরিখে এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী সন্ত্রাসবাদী সংগঠনের আইসিস। গতকাল তাদের মোট আয় ও সম্পত্তির পরিমাণ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর অ্যানালিসিস অফ টেররিজম।

তাদের ওই রিপোর্টে বলা হয়েছে, আইসিস-এর দখলে থাকা পেট্রো-ভাণ্ডারের উপর হামলা হওয়ার পরও গত বছর ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার কোটি টাকার ব্যাবসা করেছে তারা। বলা হয়েছে, ২০১৪ সালের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় কম হলেও, এখনও বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠন আইসিসই। সংস্থাটির তরফে জানানো হয়েছে, উপার্জনের ক্ষেত্র বদলে ফেলার জন্যই আইসিস-এর আয়ে কোনও প্রভাব পড়েনি।

আইসিস-এর দখলে থাকা অঞ্চলগুলির বসবাসকারীদের থেকে বিপুল পরিমাণ কর আদায় শুরু করেছে তারা। আর এর ফলেই আয় ধরে রেখেছে আইসিস।

গত বছর থেকে মার্কিন বোমাবর্ষণের ফলে তাদের দখলে থাকা জমির ৪০ শতাংশেরও বেশি হাতছাড়া হয়েছে আইসিস-এর। কিন্তু, তারপরও তাদের দখলিকৃত এলাকায় যে পরিমাণ তেল ও গ্যাসের ভাণ্ডার রয়েছে তা আনুমানিক ২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

.