প্যারিস আর নিস, দুটো হামলার যোগসূত্র এটাই!
একবছর আগে যখন প্যারিস হামলা হয়েছিল, তখনও ঠিক এমনটাই হয়েছিল। এবারও হল। নিস হামলার সময়।
ওয়েব ডেস্ক : একবছর আগে যখন প্যারিস হামলা হয়েছিল, তখনও ঠিক এমনটাই হয়েছিল। এবারও হল। নিস হামলার সময়।
প্যারিস হামলার সময় কোরান হাতে সুইসাইড ভেস্ট পড়া এক শিখ তরুণের ছবি ভাইরাল হয়ে যায়। প্যারিস হামলার এক সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় এই তরুণকে। এমনকী ISIS-সমর্থক বেশিকিছু ফেসবুক গ্রুপ সেই ছবিটি শেয়ার করে প্যারিস হামলার দায়ও স্বীকার করে। কিন্তু পরে জানা যায়, সেই ছবিটি ভুয়ো। বীরেন্দর জুব্বাল নামে ওই তরুণের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনও যোগই নেই। নিজের আইপ্যাড হাতে একটি সেলফি তুলেছিলেন তিনি। সেই আইপ্যাডই ফটোশপের কারিকুরিতে বদলে গেছে কোরানে।
এবার আট মাস পর নিস হামলার সময়েও আবার সেই ছবিটি আবার ছড়িয়ে পড়েছে। এবারও তাঁকে জঙ্গি বানিয়ে নিস হামলার পিছনে তাঁর সন্ত্রাস যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।