এই ভিডিও দেখলে গায়ের রোম খাড়া হয়ে যাবে! (ভয়ঙ্কর ভাইরাল)
আপনি আত্মাকে দেখেছেন কখনও? মৃত্যুর পরেও জীবন রয়েছে বলে বিশ্বাস করেন? অনেকেই একজোট হয়ে বলবেন, যত্ত সব বুজরুকি। কিন্তু, এই ভিডিওটা দেখলে কী বলবেন?
Updated By: Jul 19, 2016, 02:34 PM IST
ওয়েব ডেস্ক : আপনি আত্মাকে দেখেছেন কখনও? মৃত্যুর পরেও জীবন রয়েছে বলে বিশ্বাস করেন? অনেকেই একজোট হয়ে বলবেন, যত্ত সব বুজরুকি। কিন্তু, এই ভিডিওটা দেখলে কী বলবেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ভয়ঙ্কর এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনাস্থলেই মৃত যুবকের 'আত্মার ছবি' তোলেন জনৈক। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল।
মৃত্যুর পরের জীবন নিয়ে হাজার মানুষের হাজার প্রশ্ন। হাজার জনের হাজার একটা ব্যাখ্যা। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে সল ভ্যানকোয়েজের তোলা এই ছবি আবারও একবার উস্কে দিল বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে, মৃতদেহ ছেড়ে মিলিয়ে যাচ্ছে সাদা আলোর একটা রেখা। ভ্যানকোয়েজের সেই পোস্টটি,