স্কুলের ইয়ারবুকে তার নাম লেখা "ISIS"!
ক্লাস শেষের পর মেয়েটি স্কুলে গিয়েছিল তার ইয়ারবুক আনতে। কিন্তু, কিছুতেই তার নামের ইয়ারবুক আর খুঁজে পাওয়া যায় না। শেষমেশ যদিওবা ইয়ারবুকটি পাওয়া গেল, নাম দেখে চমকে উঠল মেয়েটি। ইয়ারবুকে তার নাম লেখা "ISIS ফিলিপস"। ঘটনাটি লস মার্কিন মুলুকের। মেয়েটির 'অপরাধ' তার মুখ হিজাবে ঢাকা ছিল।
ওয়েব ডেস্ক : ক্লাস শেষের পর মেয়েটি স্কুলে গিয়েছিল তার ইয়ারবুক আনতে। কিন্তু, কিছুতেই তার নামের ইয়ারবুক আর খুঁজে পাওয়া যায় না। শেষমেশ যদিওবা ইয়ারবুকটি পাওয়া গেল, নাম দেখে চমকে উঠল মেয়েটি। ইয়ারবুকে তার নাম লেখা "ISIS ফিলিপস"। ঘটনাটি লস মার্কিন মুলুকের। মেয়েটির 'অপরাধ' তার মুখ হিজাবে ঢাকা ছিল।
ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার লস অসঅস হাইস্কুলের ছাত্রী সে। জানা গেছে, ওই ছাত্রীর নাম আসলে বায়ান জেহলিফ। কিন্তু, ইয়ারবুকে তার পরিচয় বলতে হিজাব পরা একটা ছবি আর তার ক্যাপশনে লেখা "ISIS ফিলিপস"। গোটা ঘটনায় মর্মাহত ওই ছাত্রী ও তার পরিবার। স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা দাবি করেছে তারা। স্কুলের গাফিলতিতেই এই কাণ্ড বলে তাদের অভিযোগ। ক্ষমা চেয়েছে স্কুল কর্তৃপক্ষও। কীকরে এই এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।