এই মাছটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ওবামার 'গভীর' সম্পর্ক!

  উপরের ছবিটি ভালো করে দেখুন। সারা শরীরে রামধনু খেলে গেছে যেন! কমলা, গোলাপি, হলুদ, সবুজ....কোনও রঙই বাদ নেই। কিন্তু, জানেন কি? এই মাছটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কটা কতটা 'গভীর'!

Updated By: Dec 24, 2016, 12:45 PM IST
এই মাছটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ওবামার 'গভীর' সম্পর্ক!

ওয়েব ডেস্ক :  উপরের ছবিটি ভালো করে দেখুন। সারা শরীরে রামধনু খেলে গেছে যেন! কমলা, গোলাপি, হলুদ, সবুজ....কোনও রঙই বাদ নেই। কিন্তু, জানেন কি? এই মাছটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কটা কতটা 'গভীর'!

নতুন এই মাছটি কোরাল-রিফ (প্রবাল প্রাচীর) প্রজাতির। হনলুলুর ১২০০ মাইল উত্তর-পশ্চিমে সমুদ্রের ৩০০ ফিট গভীরে প্রথমবার এই মাছগুলির খোঁজ মেলে। মূলত হাওয়াইয়ের সংরক্ষিত সামুদ্রিক এলাকায় এই মাছগুলির বাস। ২০১৬ ন্যাশনাল ওসিয়ানিক এগজিবিশনের সময় মাছটির নামকরণ করা হয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামে। নাম দেওয়া হয়, "টোসানয়েডস ওবামা" (Tosanoides Obama)।

তবে মার্কিন প্রেসিডেন্টের নামে বিরল প্রজাতির প্রাণীর নামকরণ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে একটি ট্রাপডোর মাকড়সা,  একটি দাগযুক্ত ডার্টার (জলের পাখি), এটি বিলুপ্তপ্রায় টিকটিকি ও একটি পরজীবীর নামকরণ করা হয়।

অবশ্যই পড়ুন, পাখিদের কেন দাঁত থাকে না, গবেষণায় মিলল নতুন তথ্য

.