BBC IT Raid: বিবিসি-র দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানা, কী জানাল আমেরিকা?
মার্কিন প্রশাসন ইতিমধ্যেই আয়কর বিভাগের এই রেইড নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বিবৃতি দিয়ে বলছেন, ‘ভারতে বিবিসির দপ্তরে আয়কর হানার ব্যাপারে আমরা অবগত। তবে আমরা এখনই এ বিষয়ে কোনও মতামত দেওয়ার জায়গায় নেই। আমরা ভারত সরকারের সংস্থার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাইব।’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি এবং মুম্বইয়ে ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ (BBC)-এর দফতরে আয়কর হানা (IT Raid) দেয়। সংবাদ সংস্থার অফিসে রাতভর তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। সূত্রের খবর, আয়কর কর্তৃপক্ষ বিবিসির 'অননুমোদিত কর সুবিধা, কর ফাঁকি, বিমুখতা এবং অসহযোগিতার' অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। বিসির দিল্লি অফিসে ৬০-৭০ জনের একটি দল 'সার্ভে' চালায়। বিবিসি কর্মীদের ফোন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি।
তবে মার্কিন প্রশাসন ইতিমধ্যেই আয়কর বিভাগের এই রেইড নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বিবৃতি দিয়ে বলছেন, ‘ভারতে বিবিসির দপ্তরে আয়কর হানার ব্যাপারে আমরা অবগত। তবে আমরা এখনই এ বিষয়ে কোনও মতামত দেওয়ার জায়গায় নেই। আমরা ভারত সরকারের সংস্থার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাইব।’ প্রাইস আরও জানান, আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজর রাখছি এবং সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন বিষয়েও নজর থাকবে।
যদিও নেড বলেছেন, আমরা সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বকে সমর্থন করি। মানবাধিকার হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার গুরুত্ব রয়েছে। যা বিশ্বজুড়ে গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমেরিকায় এটাই গণতন্ত্রকে শক্তিশালী করেছেন, ভারতেও তার অন্যথা হয়নি। অন্যদিকে, শুধু আমেরিকা নয়, ব্রিটিশ সরকারও পুরো বিষয়টির উপর নজর রাখছে বলে খবর।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গার উপর যুক্তরাজ্যের জাতীয় সম্প্রচারকারী ডকুমেন্টারি নিয়ে বিতর্কের মধ্যেই বিবিসি-র অফিসে সার্ভের কার্যক্রম চলছে। গত মাসে, সরকার বিতর্কিত ডকুমেন্টারির লিঙ্ক শেয়ার করেছে এমন একাধিক ইউটিউব ভিডিও এবং ট্যুইটার পোস্ট ব্লক করার জন্য নির্দেশ জারি করেছিল।
এই ঘটার পর অবশ্য বিবিসি ট্যুইটে নিজেদের প্রতিক্রিয়া দেয়। তাতে জানানো হয়, দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর আধিকারিকরা এসেছেন। তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। আশা করছি শীঘ্রই এই পরিস্থিতির নিরসন হবে।
আরও পড়ুন, South Africa Floods: ভেসে গিয়েছে গাড়ি, ঘরছাড়া বহু মানুষ! বন্যার জেরে জরুরি অবস্থা জারি...