সমঝোতা-র পর থর এক্সপ্রেসও বাতিল করল পাকিস্তান

থর এক্সপ্রেস বাতিল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক

Updated By: Aug 9, 2019, 04:30 PM IST
সমঝোতা-র পর থর এক্সপ্রেসও বাতিল করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: সমঝোতা একপ্রেসের পর এবার থর এক্সপ্রেস। পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়ে দিলেন যোধপুর থেকে করাচি গামী থর এক্সপ্রেস চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর ফলে ৩৭০ ধারা বাতিলের পর দু’দেশের সম্পর্ক আরও খারাপ হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-বাসে বাসে রেষারেষি, গড়িয়াহাটে কান কাটা গেল যাত্রীর

উল্লেখ্য, কয়েক দিন আগেই নয়াদিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস বাতিল করেছে পাকিস্তান। পাক রেলমন্ত্রী বলেন,’ সমঝোতা এক্সপ্রেসের চলাচল সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। সপ্তাহে ২ বার ট্রেনটি দুদেশের মধ্যে যাতায়াত করত। যারা এই ট্রেনের টিকিট আগেই কিনে ফেলেছেন তারা সেই টাকা ফেরত পাবেন।’

এদিকে, থর এক্সপ্রেস বাতিল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘পাকিস্তান এক তরফাভাবে থর এক্সপ্রেস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। পাকিস্তান যা করছে তাতে দুদেশের সম্পর্ক আরও উত্তপ্ত হচ্ছে।’

আরও পড়ুন- ধর্মতলার সমাবেশে সব পুরোহিতকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি মন্ত্রীর

প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। তবে ভারতের সাফ দাবি, কাশ্মীর সমস্যা ভারতের নিজস্ব বিষয়। এনিয়ে পাকিস্তান উত্তজনা তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান। ৩৭০ ধারা নিয়ে বাস্তবটা মেনে নিয়ে ভারতের বিষয়ে নাক গলানো বন্ধ করুক পাকিস্তান।

.