গ্র্যান্ড ক্যানিয়নে পা পিছলে ৩৫০ ফুট নিচে পড়ে মারা গেলেন মার্কিন পর্যটক

জীবনে ওঁর খুব শখ ছিল একবার অন্তত গ্র্যান্ড ক্যানিয়েনে ঘুরতে যাবে। কিন্তু সেই স্বপ্নের জায়গায় গিয়েই ঘটল এমন এক ঘটনা যা দেখে বলতেই হয় মৃত্যু কোথায় ফাঁদ পেতে অপেক্ষা করে থাকে কেউ জানে না। সেই ফাঁদ পাতা মৃত্যুতেই প্রাণ হারালেন টেক্সাসের জন এন অ্যান্ডারসন। পেশায় তিনি জীবন বীমা কর্মী।

Updated By: Mar 20, 2014, 02:09 PM IST

--------------------------------------------------------------

জীবনে ওঁর খুব শখ ছিল একবার অন্তত পৃথিবীর গভীর গিরীখাত গ্র্যান্ড ক্যানিয়েনে ঘুরতে যাবে। কিন্তু সেই স্বপ্নের জায়গায় গিয়েই ঘটল এমন এক ঘটনা যা দেখে বলতেই হয় মৃত্যু কোথায় ফাঁদ পেতে অপেক্ষা করে থাকে কেউ জানে না। সেই ফাঁদ পাতা মৃত্যুতেই প্রাণ হারালেন টেক্সাসের জন এন অ্যান্ডারসন। পেশায় তিনি জীবন বীমা কর্মী।

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ৩৫০ ফুট উঁচু থেকে পরে মারা গেলেন অ্যান্ডারসন। পুরো পরিবার নিয়ে এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ঘুরতে এসেছিলেন ৫৩ বছরের অ্যান্ডারসন। নিজের প্রিয় জায়গা পেয়ে একেবারে খাদের ধারে চলে গিয়েছিলেন তিনি। হঠাত্‍ই বেখেয়ালে পা পিছলে যায় তাঁর। অনেক তল্লাশির পরেও অ্যান্ডারসনের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ।

Tags:
.