সন্ত্রাসের কবলে আইভরি কোস্ট

সন্ত্রাসের কবলে আইভরি কোস্ট। রবিবার রাতে পশ্চিম আফ্রিকার জনপ্রিয় সৈকত শহর গ্র্যান্ড বাসামে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়দার শাখা সংগঠনের ৬ সদস্য। তাদের নিশানায় ছিল সৈকত সংলগ্ন ৩টি হোটেল।

Updated By: Mar 14, 2016, 09:47 AM IST
সন্ত্রাসের কবলে আইভরি কোস্ট

ওয়েব ডেস্ক: সন্ত্রাসের কবলে আইভরি কোস্ট। রবিবার রাতে পশ্চিম আফ্রিকার জনপ্রিয় সৈকত শহর গ্র্যান্ড বাসামে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়দার শাখা সংগঠনের ৬ সদস্য। তাদের নিশানায় ছিল সৈকত সংলগ্ন ৩টি হোটেল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, জঙ্গিরা চেলসি নামক একটি হোটেলে ঢুকে, নির্বিচারে গুলি চালায়। ওই হোটেলে এক ফরাসি নাগরিক সহ ৩ বিদেশি পর্যটক মারা যান। পার্শ্ববর্তী একটি হোটেলেও হামলা হয়। প্রাণ হারান এক ইউরোপীয় পর্যটক। জঙ্গি হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় আইভরি কোস্টের স্পেশাল ফোর্স। দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। শেষ পর্যন্ত ৬ জঙ্গির মৃত্যু হয়। সংঘর্ষে ফোর্সের দুই সদস্যেরও মৃত্যু হয়। নাশকতার দায় স্বীকার করেছে উত্তর আফ্রিকায় সক্রিয় আল কায়দা ইন দ্য ইসলামিক মাঘ্রেব নামে একটি জঙ্গি সংগঠন।

.