জঙ্গি নিশানায় আফগানিস্তান

ফের জঙ্গি নিশানায় আফগানিস্তান। আজ সকালে কাবুলে নতুন সংসদ ভবন লক্ষ্য করে ৪টি রকেট ছোঁড়া হয়। তার মধ্যে ১টি আছড়ে পড়ে সংসদ ভবনে। সে সময় সাংসদদের সঙ্গে কথা বলতে, ভবনের ভিতরে ঢুকছিলেন নিরাপত্তা আধিকারিকরা।

Updated By: Mar 28, 2016, 04:02 PM IST
জঙ্গি নিশানায় আফগানিস্তান

ওয়েব ডেস্ক: ফের জঙ্গি নিশানায় আফগানিস্তান। আজ সকালে কাবুলে নতুন সংসদ ভবন লক্ষ্য করে ৪টি রকেট ছোঁড়া হয়। তার মধ্যে ১টি আছড়ে পড়ে সংসদ ভবনে। সে সময় সাংসদদের সঙ্গে কথা বলতে, ভবনের ভিতরে ঢুকছিলেন নিরাপত্তা আধিকারিকরা।

২০১৫ সালে আফগান সফরে গিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে কাবুলে এই নয়া সংসদ ভবন তৈরি করেছিল ভারত। এর আগে ২০১৫ সালের জুন মাসে আফগান সংসদ ভবনে হামলা চালিয়েছিল ৬ তালিবান আত্মঘাতী জঙ্গি। এদিনের হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। সব ভারতীয়রাও নিরাপদ বলে জানিয়েছেন কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত।

.