মাথাভর্তি চুল শিশুর, দেখেই ভাইরাল সোশাল মিডিয়ায়

সাধারণত সদ্য জন্মানো শিশুদের মাথায় চুল কম থাকে। অনেক শিশু একেবারে ন্যাড়া মাথাতেও জন্মায়। জন্মের প্রথম কয়েক মাস শিশুদের চুল জন্মানোর তুলনায় পড়ে বেশি। হরমোনের তারতম্যের জন্যি এমনটা ঘটে। চিকিৎসা বিজ্ঞান অন্তত একথাই বলে। কিন্তু ম্যাকেনজি কাপলানের ১০ সপ্তাহের শিশুকে দেখলে চিকিৎসা বিজ্ঞানও অবাক হয়ে যাবে।

Updated By: Mar 28, 2016, 03:53 PM IST
মাথাভর্তি চুল শিশুর, দেখেই ভাইরাল সোশাল মিডিয়ায়

ওয়েব ডেস্ক: সাধারণত সদ্য জন্মানো শিশুদের মাথায় চুল কম থাকে। অনেক শিশু একেবারে ন্যাড়া মাথাতেও জন্মায়। জন্মের প্রথম কয়েক মাস শিশুদের চুল জন্মানোর তুলনায় পড়ে বেশি। হরমোনের তারতম্যের জন্যি এমনটা ঘটে। চিকিৎসা বিজ্ঞান অন্তত একথাই বলে। কিন্তু ম্যাকেনজি কাপলানের ১০ সপ্তাহের শিশুকে দেখলে চিকিৎসা বিজ্ঞানও অবাক হয়ে যাবে।

ক্যালিফোরনিয়ার বাসিন্দা ম্যাকেনজি কাপলান। তাঁর সদ্য জন্মানো সন্তানের বয়স ১০ সপ্তাহ। কিন্তু শিশুটির মাথার চুল দেখলে বিশ্বাসই হবে না এটা একটা আড়াই মাসের শিশুর মাথা। রীতিমত কয়েক বছর বয়সের বাচ্চার মতো মাথা ভর্তি চুল। ম্যাকেনজি তার মাথা ভর্তি চুল সমেত মেয়ের ছবি যখনই সোশ্যাল নেটোয়ার্কে পোস্ট করেন ঝটপট তা ভাইরাল হয়ে যায়। ম্যাকেনজির স্বামী বলেন, 'ইসাবেলা এরকম মাথা ভর্তি চুল নিয়েই জন্মেছে'।

Tags:
.