অত্যাচার সহ্য করতে না পেরে বাবাকেই খুন করল নাবালিকা
নাবালিকার বাবা স্থানীয় একটি স্কুলে অঙ্কের শিক্ষকতা করতেন। মেয়ের পড়াশুনো নিয়ে রীতিমতো চিন্তিত ছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : পড়াশুনোতে বন্ধুদের থেকে একটু পিছিয়ে পড়ায় প্রত্যেকদিন জুটতো বাবার বেধড়ক মার। সেই শাসন সহ্য করতে না পেরে বাবাকেই খুন করে বসল ১৫ বছরের এক নাবালিকা। মধ্য চিনের একটি ছোট শহরের এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে এখন রীতিমতো ভাইরাল। পুলিস ওই নাবালিকাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- ৪৫ দিন পর মালদ্বীপে উঠল জরুরি অবস্থা
জানা গেছে, নাবালিকার বাবা স্থানীয় একটি স্কুলে অঙ্কের শিক্ষকতা করতেন। মেয়ের পড়াশুনো নিয়ে রীতিমতো চিন্তিত ছিলেন তিনি। আর তার জেরে প্রায় রোজই তাকে বাড়ি ফিরে মারধর করে বসতেন তিনি। দিন দুয়েক পরিস্থিতি চরমে পৌছয়। মেয়েকে মারধর করতে দেখে, নাবালিকার মা বাধা দিতে গেলে তাঁকেও মারধর শুরু করেন তিনি। সেই দৃশ্য দেখে সহ্য না করতে পেরে বাবার বুকে ছুরি বসিয়ে দেয় অভিযুক্ত নাবালিকা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘটনা করেন চিকিত্সকরা।
খবর পেয়ে পুলিস এসে অভিযুক্ত নাবালিকাকে গ্রেফতার করেছে। গ্রেফতারির পর নিজের দোষ স্বীকার করেছে সে।