সিরিয়ায় মৃত্যু ৭,৫০০ ছাড়িয়েছে, জানাল রাষ্ট্রসংঘ

সরকার বিরোধী সংঘর্ষে সিরিয়ায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭,৫০০ ছাড়িয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের রাজনৈতিক বিষয়ক সচিব লাইন পাসকো জানিয়েছেন, গত বছর মার্চ থেকে শুরু সংঘর্ষে প্রতিদিন গড়ে ১০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

Updated By: Feb 29, 2012, 01:55 PM IST

সরকার বিরোধী সংঘর্ষে সিরিয়ায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭,৫০০ ছাড়িয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের রাজনৈতিক বিষয়ক সচিব লাইন পাসকো জানিয়েছেন, গত বছর মার্চ থেকে শুরু সংঘর্ষে প্রতিদিন গড়ে ১০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
শুধু সাধারণ মানুষই নয়, সিরিয়ায় খবর করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরাও। হোমসে গত বুধবার গোলাবর্ষণে ২জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত ব্রিটিশ সংবাদপত্রের চিত্রগ্রাহক পল কনরয়-সহ ২ জন সাংবাদিক। পরে পলকে গোপনে লেবাননে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে পলের সহকর্মী আরেক সাংবাদিক এডিথ বোভিয়ার গোলাবর্ষণে একটি পা হারিয়েছেন।
সিরিয়ার বিরোধীদল সূত্রে খবর, এই ৪ জন সাংবাদিক একসঙ্গেই হোমস-এ যাচ্ছিলেন। হোমস-এ ঢোকার সময় গোলাবর্ষণ হয় তাদের কনভয়ে।

.