Kebnekaise: বেঁটে হয়ে গেল সুইডেনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ!

বিজ্ঞানীরা জানান, উষ্ণায়নের জন্যই কেবনেকেইজ পর্বতশৃঙ্গের উচ্চতা কমেছে।

Updated By: Aug 23, 2021, 04:55 PM IST
Kebnekaise: বেঁটে হয়ে গেল সুইডেনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ!

নিজস্ব প্রতিবেদন: ভূতত্ত্ববিদেরা বলে থাকেন, পর্বতশৃঙ্গ ধীরে ধীরে 'লম্বা' হয়। কিন্তু উল্টোটা? মানে, পর্বতশৃঙ্গের ধীরে ধীরে 'বেঁটে' হওয়া! না, এতদিন তা শোনা যায়নি। কিন্তু তা যে ঘটে, সেটা দিব্য প্রমাণ করল সুইডেনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

জানা গিয়েছে, সুইডেনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেবনেকেইজ (Kebnekaise) হিমবাহের বরফ খুব দ্রুত গলতে শুরু করেছে। আর তার ফলে কেবনেকেইজ হিমবাহের শৃঙ্গের উচ্চতাও কমছে। কতটা কমেছে? জানা গিয়েছে, গত এক বছরে সাড়ে ৬ ফুটের মতো উচ্চতা কমে গিয়েছে এটির। 

আরও পড়ুন:  Afghanistan crisis: জঙ্গি হামলার ইঙ্গিত বাইডেনের, অবিলম্বে নাগরিকদের ফিরিয়ে আনানোর নির্দেশ প্রেসিডেন্টের

১৪ অগস্ট এই পরিমাপের কাজটি করা হয়। তখনই মাপের অঙ্ক দেখে বোঝা যায়, আগের চেয়ে উচ্চতা কমছে কেবনেকেইজের। ১৯৪০ সালের পর থেকে নিয়মিত মাপা হয়ে আসছে এই পর্বতশৃঙ্গের উচ্চতা। তবে কেবনেকেইজের দক্ষিণ শৃঙ্গের উচ্চতা কমেছে, এর উত্তর শৃঙ্গের উচ্চতা এখনও একই রকম আছে। এই শৃঙ্গটি অবশ্য বরফমোড়া নয়। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, উষ্ণায়নের জন্যই কেবনেকেইজ হিমবাহের বরফ দ্রুত গলতে শুরু করেছে এবং সেই কারণেই কমেছে এর উচ্চতাও।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Greece: আফগান শরণার্থী আটকাতে রাতারাতি ৪০ কিমি পাঁচিল তুলল গ্রিস

.