সুস্মিতা খুনে নয়া মোড়, জানবাজের বয়ানে ফারাক!

সুস্মিতা খুন, নয়া তথ্যে নয়া সন্দেহ। কাবুলে ভারতীয় দূতাবাসকে সুস্মিতার স্বামী জানবাজ খান জানিয়েছেন, ``তালিবানিরা খুন করেছে কিনা, একথা বলতে পারব না।" অথচ সুস্মিতার ভাতৃবধূর দাবি লেখিকার মৃত্যুর পর জানবাজ তাঁদের ফোনে জানান, খুন করেছে তালিবানরাই। ফলে জানবাজ ও তাঁর পরিবারের বয়ানের ফারাকে শুরু হয়েছে নতুন জল্পনা।

Updated By: Sep 9, 2013, 05:57 PM IST

সুস্মিতা খুন, নয়া তথ্যে নয়া সন্দেহ। কাবুলে ভারতীয় দূতাবাসকে সুস্মিতার স্বামী জানবাজ খান জানিয়েছেন, ``তালিবানিরা খুন করেছে কিনা, একথা বলতে পারব না।" অথচ সুস্মিতার ভাতৃবধূর দাবি লেখিকার মৃত্যুর পর জানবাজ তাঁদের ফোনে জানান, খুন করেছে তালিবানরাই। ফলে জানবাজ ও তাঁর পরিবারের বয়ানের ফারাকে শুরু হয়েছে নতুন জল্পনা।
গতসপ্তাহে `কাবুলিওয়ালার বাঙালি বাউ` আত্মজীবনীর লেখক সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে আফগানিস্তানে হত্যা করে তালিবানিরা। আফগানিস্তানের পাকতিকায় লেখিকার বাড়িতে হামলা চালায় তালিবানিরা। স্বামী আত্মীয়দের বেঁধে তাণ্ডব চালায় তাঁরা। সুস্মিতাকে বাড়ির বাইরে এনে খুন করে তালিবান জঙ্গিরা।

.