Right to Abortion: গর্ভপাত সাংবিধানিক অধিকার নয়, রায় আমেরিকার সুপ্রিম কোর্টের
'সংবিধান কখনই আমেরিকার মহিলাদের গর্ভপাতের অধিকার দেয়নি', জানিয়ে দিল আদালত। মার্কিন মুলুকে বাতিল হয়ে গেল পাঁচ দশকের পুরনো আইন।
নিজস্ব প্রতিবেদন: জল্পনা চলছিল। আমেরিকায় শেষপর্যন্ত গর্ভপাত নিষিদ্ধ হল না। তবে মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট। মার্কিন মুলুকে বাতিল হয়ে গেল পাঁচ দশকের পুরনো আইন।
এর আগে, ১৯৭৩ সালে রো বনাম ওয়েড মামলার (Roe v. Wade Case) রায় কার্যকর হয়, তখন গর্ভপাত মহিলাদের সাংবিধানিক অধিকার বলে মান্যতা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টই। আমেরিকার ১০ প্রদেশের অবশ্য় এখন গর্ভপাত আইনত নিষিদ্ধ। এবার গর্ভপাতকে কার্যত নিষিদ্ধ করারই পক্ষেই রায় দিল সেদেশের শীর্ষ আদালত।
আরও পড়ুন: নিশাচর সূচের আক্রমণ নাইটক্লাবে, আতঙ্কে কাঁপছে মহাদেশ!
এদিন আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'সংবিধান কখনই আমেরিকার মহিলাদের গর্ভপাতের অধিকার দেয়নি। চাইসে যেকোনও প্রদেশের (States) প্রশাসন মহিলাদের গর্ভপাতের অধিকার থেকে বিরত রাখতে পারে, আবার অনুমতিও দিতে পারে'।
Today is a very solemn moment for the United States.
The Supreme Court expressly took away a Constitutional right from the American people that it had already recognized. They simply took it away. That's never been done to a right that is so important to so many Americans.
— President Biden (@POTUS) June 24, 2022
সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্টের একটি খসড়়া ফাঁস হয়ে যায়। তখনই আমেরিকায় গর্ভপাত নিষিদ্ধ হওয়া নিয়ে জল্পনা ছড়ায়।