করাচিতে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বৃহস্পতিবার করাচিতে একটি আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের। আহতের সংখ্যা ১৩। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Apr 5, 2012, 05:48 PM IST

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বৃহস্পতিবার করাচিতে একটি আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের। আহতের সংখ্যা ১৩। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করাচি পুলিসের সিনিয়ার অফিসার রাও আনোয়ার দাবি করেছেন, জঙ্গিদের লক্ষ্যছিলেন তিনি। আনওয়ার বলেন, ``আমাকে মারার জন্যই হামলা চালানো হয়েছে। আমি ও আরও কয়েকজন পুলিস অফিসার মালির হল্ট জেলায় যাচ্ছিলাম। রাস্তায় হামলা চালানো হয়।``
কয়েক দিন ধরে একটি অপরিচিত জঙ্গি গোষ্ঠী তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করছে বলেও জানান আনোয়ার। বিস্ফোরণটি হয়েছে করাচি শহরের একটি ব্যাঙ্কের সামনে। প্রসঙ্গত, মানবাধিকার কর্মী সংগঠনগুলির বক্তব্য অনুযায়ী, গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক হামলায় করাচিতে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। তবে বৃহস্পতিবারের আত্মঘাতী বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।

.