ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় মানব নিধন! অনুমান গোয়ান্দাদের

এর পর শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়, এ ধরনে ঘটনার পিছনে আইসিস-র মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মদত রয়েছে। ক্রাইস্টচার্চের বদলা হিসাবেও এই নাশকতা হতে পারে বলে মনে করছেন তাঁরা

Updated By: Apr 23, 2019, 03:08 PM IST
ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় মানব নিধন! অনুমান গোয়ান্দাদের
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ নিতেই কি পাল্টা হামলা শ্রীলঙ্কায়? এমনই অনুমান শ্রীলঙ্কার গোয়েন্দাদের। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন হয় দেশজুড়ে।

এর পর শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়, এ ধরনে ঘটনার পিছনে আইসিস-র মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মদত রয়েছে। ক্রাইস্টচার্চের বদলা হিসাবেও এই নাশকতা হতে পারে বলে মনে করছেন তাঁরা। সরকারের মুখপাত্র তথা মন্ত্রী রাজিতা সেনারত্নে বলেন, শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে মূল অভিযুক্ত স্থানীয় জঙ্গি সংগঠন ন্যাশনাল ত্বহিদ জামাত (এনটিজে)-এর পিছনে আন্তর্জাতিক শক্তি কাজ করছে। তাঁর দাবি, কোনও স্থানীয় জঙ্গি সংগঠনের পক্ষে এত বড় পরিকল্পনামাফিক নাশকতা ঘটানো সম্ভব নয়। উল্লেখ্য, দিন দশেক আগেই জঙ্গি হানার সতর্কতা করেছিলেন শ্রীলঙ্কার পুলিস প্রধান।

আও পড়ুন- ফিলিপিন্সে জোরালো ভূমিকম্প, বাড়ি ভেঙে মৃত ৫

রবিবার ইস্টার উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনা জানাতে জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ। সকাল ৮.৪০ নাগাদ কলম্বোর গির্জায় প্রথম বিস্ফোরণ হয়। এর পর বেলা গড়াতে আরও পাঁচটি বিস্ফোরণ খবর মেলে। ৩টি হোটেল এবং আরও ২ গির্জায় বিস্ফোরণ হয়। সে সময় মৃত্যুর সংখ্যা দেড়শোর বেশি। বিকেলে আরও ২ টি বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত ৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত মার্চে নিউ জিল্যান্ডে দুই মসজিদে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল কমপক্ষে ৫০ জনের। জাতিবিদ্বেষের জেরেই ওই হামলা চালানো হয়।

.