জমে বরফ আমেরিকা

জমে বরফ আমেরিকা। সদ্য সমাপ্ত নির্বাচনের উত্তেজনা কাটিয়ে এখন হিম শীতল মার্কিন মুলুক। সুমেরুয় বৃত্তে বায়ুর চাপ কমে যাওয়ার জের। তুষার ঝড়ে জেরবার গোটা উত্তর আমেরিকা। শিকাগো শহরে ওহেয়ার ও মিডওয়ে বিমানবন্দর থেকে বারোশোর বেশি বিমান বাতিল করা হয়েছে।

Updated By: Dec 12, 2016, 10:45 AM IST
জমে বরফ আমেরিকা

ওয়েব ডেস্ক: জমে বরফ আমেরিকা। সদ্য সমাপ্ত নির্বাচনের উত্তেজনা কাটিয়ে এখন হিম শীতল মার্কিন মুলুক। সুমেরুয় বৃত্তে বায়ুর চাপ কমে যাওয়ার জের। তুষার ঝড়ে জেরবার গোটা উত্তর আমেরিকা। শিকাগো শহরে ওহেয়ার ও মিডওয়ে বিমানবন্দর থেকে বারোশোর বেশি বিমান বাতিল করা হয়েছে।

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীরে সরকার বিরোধী আন্দোলনের মোকাবিলায় চরম 'রাষ্ট্রীয় অত্যাচার'

শনিবার থেকেই লাগাতার তুষারপাত চলছে। শিকাগো দশ ইঞ্চি বরফের তলায়। হাইওয়েগুলি সচল রাখতে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে মার্কিন বিপর্যয় মোকাবিলা দফতর। মিশিগানে বরফ জমেছে তেরো ইঞ্চি। মিনেসোটায় নয় ইঞ্চি বরফ জমেছে। আর এর মধ্যেই দেশ জোড়া বিতর্ক তুলে সিআইএ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পিছনে 'রাশিয়ান হাত' থাকার তত্ত্ব। এবিষয়ে চূড়ান্ত তদন্তের ফল অবশ্য এখনও প্রকাশিত হয়নি। ফলে প্রকৃতিক শীতলতা ও রাজনৈতিক উত্তাপ এ দুইয়ের মিলনে 'অদ্ভুত' জীবন কাটাচ্ছেন আম মার্কিনীরা।

আরও পড়ুন- ভূমিকম্পে বিধ্বস্ত উত্তর ইন্দোনেশিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

.