আচমকা তুষারপাতে অবরুব্ধ মধ্যপ্রাচ্য, ঠাণ্ডাকে উপেক্ষা করেই প্রকৃতির সৌন্দর্যে মাতোয়ারা
আচমকা তুষারপাতে স্তব্ধ জেরুজালেম, ওয়েস্টব্যাঙ্ক। তুষারপাত হয়েছে জর্ডনেও। মধ্যপ্রাচ্যের বেশি কিছু অঞ্চল জুড়ে চলছে তুষারঝড়। রাস্তায় রাস্তায় আটকে পড়েছে গাড়ি। প্রবল ঠাণ্ডায় বাড়ি থেকে বেরোনোই দায়। তবে প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করার সুযোগ ছাড়তে নারাজ অনেকেই। ঠাণ্ডাকে উপেক্ষা করেই চলছে বরফ নিয়ে খেলা।
আচমকা তুষারপাতে স্তব্ধ জেরুজালেম, ওয়েস্টব্যাঙ্ক। তুষারপাত হয়েছে জর্ডনেও। মধ্যপ্রাচ্যের বেশি কিছু অঞ্চল জুড়ে চলছে তুষারঝড়। রাস্তায় রাস্তায় আটকে পড়েছে গাড়ি। প্রবল ঠাণ্ডায় বাড়ি থেকে বেরোনোই দায়। তবে প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করার সুযোগ ছাড়তে নারাজ অনেকেই। ঠাণ্ডাকে উপেক্ষা করেই চলছে বরফ নিয়ে খেলা।
ক্রিসমাসের আগেই মধ্যপ্রাচ্যে শৈত্যপ্রবাহ। বরফের চাদরে মুখ ঢেকেছে প্রাচীন শহর জেরুজালেম। প্রায় ৫০ সেন্টিমিটার পুরু বরফে বন্ধ রাস্তাঘাট, প্রায় স্তব্ধ জনজীবন। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। জেরুজালেমে ঢোকার সবকটি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে নেমেছে ইজরায়েলি সেনা। তুষারপাত হয়েছে বেথলেহেমেও। বরফের চাদরে ঢাকা পড়েছে বাড়িঘর। তুষারপাতের হাত থেকে রেহাই পায়নি জর্ডনও। প্রায় পনেরো সেন্টিমিটার বরফে ঢাকা পড়েছে রাজধানী আম্মান। বরফ সরিয়ে রাস্তা খোলা রাখার আপ্রাণ চেষ্টা করছে প্রশাসন। তবে যতই অসুবিধে হোক না কেন, এমন বিরল সুযোগ ছাড়তে নারাজ স্থানীয় বাসিন্দারা। প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন তাঁরা। বাচ্চাদের সঙ্গে বরফ নিয়ে খেলায় মেতেছেন বড়রাও। দূরদূরান্তের শহর থেকে বরফ দেখতে আম্মানে ছুটে এসেছেন অনেকেই।
আমরা সেই জারকা থেকে এসেছি এই অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে। বরফ নিয়ে খেলতে দারুণ লাগছে।
এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।