ব্রিটেনে পাদুকা প্রতিবাদের মুখে মুশারফ
ফের একবার পাদুকা প্রতিবাদের মুখে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ব্রিটেনের লুটনে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন মুশারফ। হঠাতই তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার চেষ্টা করেন এক যুবক।
ফের একবার পাদুকা প্রতিবাদের মুখে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ব্রিটেনের লুটনে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন মুশারফ। হঠাতই তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার চেষ্টা করেন এক যুবক। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তারক্ষীরা। ওই সমাবেশে মুশারফের বিরুদ্ধে স্লোগানও দেন এক যুবক। গত ছয়ই ফেব্রুয়ারিও লন্ডনের ওয়াল্টহ্যামস্টাউয়ে মুশারফকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন এক ব্যক্তি। সেদিনও অবশ্য তাঁর গায়ে লাগেনি জুতো। দুহাজার নয় সালে পাকিস্তান থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন পারভেজ মুশারফ। দুহাজার আট সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই তাঁর ইমপিচমেন্টের উদ্যোগ শুরু করে পাকিস্তান পিপলস পার্টি নেতৃত্বাধীন সরকার।