ভালবাসার শাস্তি! ১৯ বছরে কিশোরীকে পাথরে আঘাতে হত্যা করল তালিবানিরা
মধ্যযুগীয় বর্বরতা বললে অনেকটা কমই বলা হবে। আফগানিস্তানের একটি উনিশ বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করল তালিবানরা। দোষ?
ওয়েব ডেস্ক: মধ্যযুগীয় বর্বরতা বললে অনেকটা কমই বলা হবে। আফগানিস্তানের একটি উনিশ বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করল তালিবানরা। দোষ?
মেয়েটি নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার জন্য পালিয়ে গিয়েছিল। আবার অন্য এক সূত্রের জানা গেছে, তার পছন্দের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় সে পালিয়ে গিয়েছিল। আসলে সমাজের নিয়মকানুন ভেঙ্গে সে পালাতে চেয়েছিল! সেইজন্য পাথরের আঘাতে রোখসাহানা নামে এই কিশোরীকে নির্মমভাবে হত্যা করা হয়।
ভিডিওয়ে দেখা যায়, রোখসাহানাকে অর্ধেক মাটিতে পুঁতে রাখে তালিবানরা। তারপর তারা সঙ্ঘবদ্ধভাবে পাথর ছুঁড়ে আঘাত করতে থাকে। মেয়েটির করুণ আর্তনাদ তালিবানদের উল্লাসে যেন ঢাকা পড়ে যায়। পুলিস সূত্রের খবর, শারিয়া আইনে শাস্তির এমনই রীতি রয়েছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কে পুরুষ ও মহিলাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
মধ্যযুগীয় বর্বরতার ভিডিও হামেশাই আইসিস জঙ্গিরা প্রকাশ করেছে। আতঙ্কে শিউরে উঠেছে বিশ্ব। তবে আজ, আইসিসের মতো তালিবানদের এমন নির্মম ভিডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিংশ শতাব্দীর সমাজ সত্যিই কোন দিকে এগোচ্ছে।
Shocking Video: