অ্যাকোরিয়ামে শার্ককে খেল শার্ক, দেখুন ভিডিও
দুজনেই একে অপরের বন্ধু। অ্যাকোরিয়ামে দুজনেই দুজনের সঙ্গে খেলত। একজনের বয়স ৫, অন্যজনের ৮। দক্ষিণ কোরিয়ার ওই শার্ক অ্যাকোরিয়ামে দুই শার্কের খুনসুটি দেখতে ভিড়ও বেশ ভালই হত। হঠাৎ ছন্দপতন। অঘটনও বটে। ৮ বছরের মহিলা শার্ক হা করে গিলে ফেলছে ৫ বছরের পুরুষ শার্ককে।
ওয়েব ডেস্ক: দুজনেই একে অপরের বন্ধু। অ্যাকোরিয়ামে দুজনেই দুজনের সঙ্গে খেলত। একজনের বয়স ৫, অন্যজনের ৮। দক্ষিণ কোরিয়ার ওই শার্ক অ্যাকোরিয়ামে দুই শার্কের খুনসুটি দেখতে ভিড়ও বেশ ভালই হত। হঠাৎ ছন্দপতন। অঘটনও বটে। ৮ বছরের মহিলা শার্ক হা করে গিলে ফেলছে ৫ বছরের পুরুষ শার্ককে।
কেন এমনটা হল? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এরা দুজনই শার্ক, কিন্তু এদের প্রজাতি ছিল ভিন্ন। মহিলা শার্কটির প্রজাতির নাম স্যান্ড টাইগার। যেটি ৭ ফুট ২ ইঞ্চি দীর্ঘ। আর পুরুষ শার্কটির প্রজাতি ছিল হাউন্ড শার্ক। ওই শার্কটি প্রায় ৪ ফুট মত দীর্ঘ। এই দুই প্রজাতিই নিজেদের আলাদা আলাদা টেরিটোরিতে বাস করত। তবে এদের একসঙ্গে রাখলে একে অপরের সঙ্গে বনিবনা হয় না, আর তার ফলস্বরূপই এই অঘটন।