সারা জীবনের কিটক্যাট চায় সাইমা
Updated By: Feb 2, 2016, 04:57 PM IST
![সারা জীবনের কিটক্যাট চায় সাইমা সারা জীবনের কিটক্যাট চায় সাইমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/02/48823-kitkat2-2-16.jpg)
ওয়েব ডেস্কঃ গত বছর থেকেই সময়টা ভালো যাচ্ছে না নেসলের। প্রথমে নুডলস, তারপর পাস্তা, এবার বিপদ ডেকে আনল চকোলে্ট। চকোলেটপ্রেমি যদি চকোলেটের প্যাকেট কেটে দেখে ফাঁকা তবে কার না মাথা গরম হয়। হলও তাই। আর সাইমার রোষে পড়ল নেসলে। তার দাবি হলো তাকে মজুত করে দিতে হবে সারা জীবনের কিটক্যাট।
দোকান থেকে একটি কিটক্যাটের মাল্টিবার প্যাক কেনেন লন্ডনের কলেজ ছাত্রী সাইমা আহমে্দ। সেই প্যাকেট খুলে খেতে গিয়েই ঘটে বিপত্তি। একটি বারেরও ভিতরে নেই ওয়েফার। এই ওয়েফারের জন্যই কিনা তার এত পছন্দ কিটক্যাট। নেসলে-র এই ‘কেয়ারলেস’ কাজে বেজায় চটেছেন সাইমা। তাই নেসলেকে একটি চিঠি লিখে ক্ষতিপূরণ বাবদ চেয়ে পাঠিয়েছেন সারা জীবনের কিটক্যাট। রাগ করলেও সাইনমা আশা রাখেন এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবে তাঁর পছন্দের চকোলেট কোম্পানি নেসলে।