মানব কম্পিউটার শকুন্তলা দেবীকে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ৮৪তম জন্মদিবসে গুগল তাঁকে ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল।

Updated By: Nov 4, 2013, 02:11 PM IST

মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ৮৪তম জন্মদিবসে গুগল তাঁকে ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল।
মেন্টাল ম্যাথের জাদুকর শকুন্তলা দেবী ১৯২৯-এর ৪ নভেম্বরে বেঙ্গালুরুর এক গোঁড়া ব্রাক্ষ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। এই বিস্ময় প্রতিভার ছোটবেলাটা ছিল বেশ কষ্টের। অনাহারে কাটানো ছোটবেলায় ভাল করে স্কুলে যাওয়ার সুযোগটুকু পাননি।
মাত্র তিন বছর বয়স থেকেই নম্বরের প্রেমে পড়েন তিনি। মাত্র পাঁচ বছর বয়সেই মেন্টাল পাটিগণিতে দক্ষ হয়ে ওঠেন।
মাত্র ছয় বছর বয়সে মহীশূর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জনসমক্ষে আসে শকুন্তলা দেবীর প্রতিভা। এরপর চাইল্ড প্রডিজির প্রতিভার ঝলক দেখে আন্নামালাই বিশ্ববিদ্যালয়।
১৯৭০ থেকে ১৯৮০-এর মধ্যে শকুন্তলা দেবীর প্রতিভায় মোহিত হয়ে ওঠে সারা বিশ্ব। তড়িৎ গতিতে মুখে মুখে অঙ্ক করার তাঁর ক্ষমতায় হার মেনেছিল যন্ত্রও।
১৯৭৭-এ ২০১-এর ২৩তম রুটের কয়েক মুহূর্তের মধ্যে জবাব দিয়ে তাক লাগিয়ে দেন। ওই বছরই কম্পিউটারের থেকেও দ্রুত গতিতে উত্তর দেন ১৮৮৮১৩৮৫১৭-এর কিউব রুটের।
১৯৮০তে মাত্র ২৮ সেকেণ্ডে ৭,৬৮৬,৩৬৯,৭৭৪,৮৭০x ২,৪৬৫,০৯৯,৭৪৫,৭৭৯ উত্তর দেন। এই ঘটনার জন্য ১৯৯৫ সালে তাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়।
অঙ্ক আর নম্বর নিয়ে `একাধিক বই লিখেছিলেন এই মানব কম্পিউটার। `ফান উইথ পাজেল`, `অ্যাস্ট্রলজি ফর ইউ`, `পাজেলস টু পাজল ইউ`, `ম্যাথাব্লিট` তাঁর রচিত বিখ্যাত বই।
২০১৩-এর ২১ এপ্রিল এই বিস্ময় প্রতিভা ৮৩বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

.