সিরিয়ায় জোড়া বিষ্ফোরণ, হত ৫৫
ফের সিরিয়াল বিষ্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস। বৃহস্পতিবার শহরে দুটি জোরদার বিষ্ফোরণে এখনও পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে জানানো হয়েছে। আহত হয়েছেন ৩৭২ জন।
Updated By: May 10, 2012, 08:25 PM IST
ফের সিরিয়াল বিষ্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস। বৃহস্পতিবার শহরে দুটি জোরদার বিষ্ফোরণে এখনও পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে জানানো হয়েছে। আহত হয়েছেন ৩৭২ জন। ঘটনার জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে সিরিয়ার গণমাধ্যম। মোট হাজার কিলোগ্রাম বিষ্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে ধারণা বিশেষজ্ঞদের।
একটি নয় তলা বাড়ির সামনে একটি বিষ্ফোরণ হয়। বিষ্ফোরণের তীব্রতায় উড়ে যায় আশপাশের বেশ কয়েকটি আবাসন। দিনের ব্যস্ত সময় পর পর বিষ্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।