নাইজেরিয়ায় পর পর বিস্ফোরণ, মৃত ২০

কার্ফু জারি করেও সে দেশের কানো শহরে হিংসা রুখতে ব্যর্থ নাইজেরিয়া প্রশাসন। অসমর্থিত সূত্রের খবর শুক্রবারও কানো শহরে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে সংখ্যাটা ৭-এর বেশি নয়।

Updated By: Jan 21, 2012, 07:03 PM IST

কার্ফু জারি করেও সে দেশের কানো শহরে হিংসা রুখতে ব্যর্থ নাইজেরিয়া প্রশাসন। অসমর্থিত সূত্রের খবর শুক্রবারও কানো শহরে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে সংখ্যাটা ৭-এর বেশি নয়। নাইজেরিয়ায় ইসলামি শাসনব্যবস্থা জারি করতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারাম। মূলত প্রশাসনিক ভবন ও পুলিশ থানাকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে তারা। উত্তর নাইজেরিয়ার কানো শহর দখল করতে বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে সংগঠনটি। শান্তি ফেরাতে কানো শহরে অনির্দিষ্টকালীন কার্ফু জারি করেছিল প্রশাসন। তা সত্বেও শুক্রবার ২০ জনের মৃত্যু হল। বিস্ফোরণ ও গুলিতে এদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের মধ্যে কয়েকজন ভারতীয়ও আছে বলে জানা গিয়েছে।

.