উত্তপ্ত হচ্ছে পৃথিবী, বাড়ছে জলস্তর, সংকটে মানব সভ্যতা
উত্তপ্ত হচ্ছে পৃথিবী। অ্যান্টার্টিকা ও গ্রিনল্যান্ডে গলছে হিমবাহ। যার জেরে আগামী দুশো বছরে কমপক্ষে একমিটার বাড়বে সমুদ্রের জলস্তর। নাসার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। নাসার বিজ্ঞানীদের আশঙ্কা, সমুদ্রে জলস্তর বাড়ার ভয়াবহ প্রভাব পড়তে চলেছে এশিয়া ও আমেরিকায়। এশিয়ার একশো পঞ্চাশ মিলিয়ন মানুষ সমুদ্রের বর্তমান জলস্তরের একশো মিটার উচ্চতার মধ্যে থাকেন। জলস্তর বেড়ে গেলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ফ্লোরিডা, সিঙ্গাপুর, টোকিওর মতো সমুদ্র উপকূলবর্তী শহর।
ব্যুরো: উত্তপ্ত হচ্ছে পৃথিবী। অ্যান্টার্টিকা ও গ্রিনল্যান্ডে গলছে হিমবাহ। যার জেরে আগামী দুশো বছরে কমপক্ষে একমিটার বাড়বে সমুদ্রের জলস্তর। নাসার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। নাসার বিজ্ঞানীদের আশঙ্কা, সমুদ্রে জলস্তর বাড়ার ভয়াবহ প্রভাব পড়তে চলেছে এশিয়া ও আমেরিকায়। এশিয়ার একশো পঞ্চাশ মিলিয়ন মানুষ সমুদ্রের বর্তমান জলস্তরের একশো মিটার উচ্চতার মধ্যে থাকেন। জলস্তর বেড়ে গেলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ফ্লোরিডা, সিঙ্গাপুর, টোকিওর মতো সমুদ্র উপকূলবর্তী শহর।
নাসা জানিয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে প্রতি বছর সমুদ্রের জলস্তর প্রায় .৭ ইঞ্চি করে বৃদ্ধি পাচ্ছে।
কীভাবে উষ্ণায়নের ফলে বৃদ্ধি পায় জলস্তর? বিজ্ঞানীরা জানাচ্ছেন সমুদ্রের ভিতরে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে থার্মোমিটারে পারদ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ে, একই ভাবে বাড়তে থাকে জলস্তর।