সলমন তাসিরের হত্যাকারীর মৃত্যুদণ্ড

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সলমন তাসিরের হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল পাক সন্ত্রাস দমন আদালত। মালিক মুমতাজ হুসেন কাদরি নামের তাসিরের এক দেহরক্ষী গত চৌঠা জানুয়ারি তাঁকে হত্যা করেন। রাওয়ালপিন্ডিতে আজ এই রায়দান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিস ও প্রশাসন। পাকিস্তানের বিতর্কিত ধর্মদ্রোহিতা রোধ আইনের বিরোধিতা করেছিলেন পাঞ্জাব প্রদেশের গভর্নর সলমন তাসির।

Updated By: Oct 1, 2011, 09:14 PM IST

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সলমন তাসিরের হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল পাক সন্ত্রাস দমন আদালত। মালিক মুমতাজ হুসেন কাদরি নামের তাসিরের এক দেহরক্ষী গত চৌঠা জানুয়ারি তাঁকে হত্যা করেন। রাওয়ালপিন্ডিতে আজ এই রায়দান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিস ও প্রশাসন। পাকিস্তানের বিতর্কিত ধর্মদ্রোহিতা রোধ আইনের বিরোধিতা করেছিলেন পাঞ্জাব প্রদেশের গভর্নর সলমন তাসির। পাকিস্তান পিপলস পার্টির অন্যতম প্রগতিশীল এই নেতাকে সেই কারণে মরতে হয়েছিল নিজেরই দেহরক্ষীর হাতে। চলতি বছরের চৌঠা জানুয়ারি ইসলামাবাদের এক রেস্তোরাঁয় তাঁকে খুন করেন মালিক মুতাজ কাদরি। খুনের পর তাঁর অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন কাদরি। শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কাদরিকে দু দফায় মৃত্যুদণ্ড দেন বিচারক। তবে কাদরি এই মৃত্যুদণ্ডের বিরোধিতা করবেন কিনা তা এখনও জানা যায়নি। রায়দানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয় আদিয়ালা জেল ও সংলগ্ন এলাকা। গোটা শহরে জারি করা হয় হাই অ্যালার্ট। এই হত্যাকাণ্ডের পর থেকেই পাকিস্তানের একশ্রেণীর চরমপন্থী কাদরিকে নায়কের মর্যাদা দেন। তার বিচারেরও বিরোধিতা করা হয়। শনিবারও আদিয়ালা জেলের বাইরে ফেস্টুন ব্যানার নিয়ে ভি়ড় জমান কাদরির সমর্থকেরা।

.