সিওলের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ার অঙ্গীকার মনমোহনের

সোমবার থেকে সিওলে শুরু হচ্ছে পরমাণু নিরাপত্তা সম্মেলন। ওই  বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে পাক প্রধামন্ত্রী গিলানির সঙ্গেও বৈঠক করতে পারেন মনমোহন সিং।

Updated By: Mar 25, 2012, 03:21 PM IST

সোমবার থেকে সিওলে শুরু হচ্ছে পরমাণু নিরাপত্তা সম্মেলন। ওই  বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে পাক প্রধামন্ত্রী গিলানির সঙ্গেও বৈঠক করতে পারেন মনমোহন সিং।
রবিবারের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে ভারত ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি-মিউং-বাকের সঙ্গে বৈঠকের পর সিওলে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে সিওলের ভারতীয় দূতাবাসে একজন ডিফেন্স অ্যাটাশে রাখবে ভারত। দক্ষিণ কোরিয়ার ছোট এবং মাঝারি সংস্থাগুলিকে এদেশে শিল্পস্থাপনের জন্যও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে ভারতের অর্থনীতির উদারীকরণের পরে দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলিই প্রথম শিল্পস্থাপনে আগ্রহ দেখিয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেকারণে এলজি, হুন্ডাই, স্যামসাংয়ের মতো সংস্থাকে ধন্যবাদও জানান।

.