বাংলাদেশে নৌকাডুবিতে ৬০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা
Updated By: Sep 29, 2017, 05:43 PM IST
ওয়েব ডেস্ক: বাংলাদেশের জলসীমায় নৌকাডুবিতে ৬০ রোহিঙ্গা মুসলিমের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করল আন্তর্জাতিক সংগঠন। বৃহস্পতিবার মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালানোর সময় বাংলাদেশের জলসীমায় উলটে যায় নৌকাটি। নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তরফে জানানো হয়েছে, নৌকাডুবিতে ২৩ জন রোহিঙ্গার মৃত্যু খবর মিলেছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬০ ছুঁতে পারে বলে আশঙ্কা। নৌকার ৮০ জন সওয়ারির মধ্যে ৫০ জনই ছিল শিশু। ফলে মৃতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনায় কোনও ক্রমে প্রাণে বাঁচা রোহিঙ্গারা জানিয়েছে, সারা রাত অন্ধকার সমুদ্রে ভেসে বেড়িয়েছি। খাবার ছিল না নৌকায়। হঠাৎই নিয়ন্ত্রণ স্রোতের টানে ডুবে যায় নৌকাটি।