হাফিজ সইদের রাজনৈতিক দলকে ভোটে লড়তে দেবে না পাক সরকার

Updated By: Sep 29, 2017, 05:18 PM IST
হাফিজ সইদের রাজনৈতিক দলকে ভোটে লড়তে দেবে না পাক সরকার

ওয়েব ডেস্ক: হাফিজ সইদের মদতপুষ্ট রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দিতে পাক নির্বাচন কমিশনকে আবেদন জানাল সেদেশের সরকার। পাক সরকারের তরফে জানানো হয়েছে, ১০ লক্ষ মার্কিন ডলারের বেশি মাথার দাম এমন ব্যক্তিদের মদতপুষ্ট দলকে স্বীকৃতি না দেওয়ার পক্ষে তারা। মূলত হাফিজ সইদের সংগঠন লস্কর-ই-তৈবার মদতপুষ্ট মিল্লি মুসলিম লিগ নামে সদ্যগঠিত একটি রাজনৈতিক দলকে রুখতেই এই নির্দেশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

দু‍পাতার এক নির্দেশনামায় বলা হয়েছে, মিল্লি মুসলিম লিগকে অনুমোদন না দিতে অনুরোধ করা হয়েছে। নির্দেশিকা জারির সত্যতা স্বীকার করেছেন পাক সরকারি আধিকারিক। 

আরও পড়ুন - মাত্র ১৮,৭৮৮ টাকায় মিলছে iPhone 8, কী ভাবে জেনে নিন এক নজরে

এর আগে জামাত-উদ-দাওয়া নামে একটি সংগঠনের আড়ালে লস্করের জঙ্গি কা্র্যকলাপ চালাতেন হাফিজ সইদ। তাকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে নিষিদ্ধ করে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। তার পর নতুন করে সংগঠন গড়ে ভোটে লড়ার পরিকল্পনা করে লস্কর। সেজন্য তৈরি হয় মিল্লি মুসলিম লিগ নামে দলটি। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তাকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে রাজি নয় সেদেশের সরকার। 

 

.