Rishi Sunak vs Liz Truss: ঋষি সুনাক নাকি লিজ ট্রাস, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দিকে কে এগিয়ে...
Rishi Sunak vs Liz Truss: জুলাই মাসে বরিস জনসনের ইস্তফার পর থেকেই শুরু হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী খোঁজার নির্বাচনী লড়াই। আজ, সোমবার সেই লড়াইয়ের ফল প্রকাশিত হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক মাস ধরে একাধিক ধাপ পার করে এবার শেষ ধাপের লড়াইয়ে মুখোমুখি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং বিদেশ সচিব লিজ ট্রাস। জুলাই মাসে বরিস জনসনের ইস্তফার পর থেকেই শুরু হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী খোঁজার নির্বাচনী লড়াই। আজ, সোমবার সেই লড়াইয়ের ফল প্রকাশিত হবে। অর্থাৎ, আজ ৫ সেপ্টেম্বরই জানা যাবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন। তবে ছবিটা খানিকটা পরিষ্কার বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই লড়াইয়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পছন্দের প্রার্থী লিজ ট্রাস। জানা গিয়েছে, স্থানীয় সময় সাড়ে ১২ টা নাগাদ ঘোষণা করা হবে ব্রিটেনের এই নির্বাচনের ফলাফল। শেষ কয়েকমাস জুড়ে কনজারভেটিভ পার্টির দুই প্রার্থীই লাগাতার প্রচার চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন, তা আজই জানা যাবে।
আরও পড়ুন: Canada stabbings: অজ্ঞাত আততায়ীর আক্রমণ কানাডায়, ছুরির আঘাতে মৃত ১০
যদি লিজ ট্রাস নির্বাচনে জয়ী হন, তবে টেরেসা মে ও মার্গারেট থ্যাচারের পরে লিজই তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন। অন্য় দিকে, ঋষি সুনক যদি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন, তবে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।
আর্থিক সংকটে ধুঁকছে ব্রিটেন। যিনিই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন না কেন, তাঁর সামনে একাধিক চ্যালেঞ্জ থাকবে। মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছে ব্রিটেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে, বিদ্যুৎসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সমস্যাকে কঠিন হাতে সমাধান করাটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ।