খোঁজ মিলল পৃথিবীর প্রাচীনতম জুরাসিক প্রবাল প্রাচীরের

পৃথিবীর প্রাচীনতম জুরাসিক প্রবাল প্রাচীরের খোঁজ পেলেন গবেষকরা। ৫ বার ভয়াবহ ধ্বংসের পর মুছে গিয়েছিল পৃথিবীর ৯০ শতাংশ জীবনের অস্তিত্ব। মন্টানা ইউনিভার্সিটির গবেষক ও জিওসায়েন্সের অধ্যাপক জর্জ স্ট্যানলি এই উত্তর আমেরিকার এই জীবাশ্মের খোঁজ পান যা ট্রায়াসিক-জুরাসিকে ধ্বংস হয়ে গিয়েছিল।

Updated By: Oct 5, 2015, 10:55 AM IST
খোঁজ মিলল পৃথিবীর প্রাচীনতম জুরাসিক প্রবাল প্রাচীরের

ওয়েব ডেস্ক: পৃথিবীর প্রাচীনতম জুরাসিক প্রবাল প্রাচীরের খোঁজ পেলেন গবেষকরা। ৫ বার ভয়াবহ ধ্বংসের পর মুছে গিয়েছিল পৃথিবীর ৯০ শতাংশ জীবনের অস্তিত্ব। মন্টানা ইউনিভার্সিটির গবেষক ও জিওসায়েন্সের অধ্যাপক জর্জ স্ট্যানলি এই উত্তর আমেরিকার এই জীবাশ্মের খোঁজ পান যা ট্রায়াসিক-জুরাসিকে ধ্বংস হয়ে গিয়েছিল।

প্রায় ২০০ মিলিয়ন বছর আগে সামুদ্রিক তাপমাত্রা ও অ্যাসিড ব্যালান্সের জেরে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এই প্রবাল প্রাচীর। তবে এই ধ্বসংসলীলায় কোনওরকম অ্যাস্টরয়েড প্রভাবের প্রমাণ পাননি গবেষকরা। সমুদ্রের স্তরের পরিবর্তন বায়ুমণ্ডলের পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠে যে ফাটল ধরেছিল তার ফলেই এই প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যায়।

জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকার প্রকাশনা জিএসএ টুডে-র অক্টোবর সংস্করণে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।

 

.