এয়ারবাস A-320 ভেঙে পড়ার কারণ নিয়ে এখনও অন্ধকারে উদ্ধারকারী দল
কেন ভেঙে পড়ল জার্মানউইঙ্গস-এর এয়ারবাস A-320? দুর্ঘটনার ২৪ ঘণ্টার পরও সম্পূর্ণ অন্ধকারে উদ্ধারকারী দল। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হলেও, তা থেকে নতুন কোনও তথ্য হাতে আসেনি। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
ঠিক কী হয়েছিল? বার্সেলোনা থেকে ডুসেলডর্ফ যাওয়ার পথে শেষ আটমিনিট আচমকাই কেন রাস্তা হারিয়ে ফেলেছিল জার্মানউইঙ্গস-এর এয়ারবাস A-320? কেন আপদকালীন বার্তা পাঠাননি পাইলট?এসব প্রশ্নের উত্তর খুঁজছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে এ থ্রি টু জিরো বিমানের ব্ল্যাকবক্স। কিন্তু, তা থেকে মেলেনি কোনও উত্তর। ব্ল্যাকবক্স এতটাই ক্ষতিগ্রস্ত যে নতুন কোনও তথ্য পাওয়া কার্যত অসম্ভব। বিশ্লেষণের জন্য ব্ল্যাকবক্সটি প্যারিস পাঠানো হয়েছে।
অন্যদিকে, বুধবার সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাসির কাজ। এখনও ওই ফ্লাইটের একশো পঞ্চাশজনের হদিশ মিলছে না। যার মধ্যে ষোলোজন স্কুল ছাত্রী। তিনশোজন পুলিসকর্মী তিনশো আশিজন দমকলকর্মী দিনরাত এককরে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তুএখনও আল্পসের বহু দুগর্ম এলাকায় পৌছতেই পারেননি উদ্ধারকারীরা। উদ্ধারকারী দলের নেতা কর্নেল মার্ক মেনিসিনি জানিয়েছেন, বিমানের ধংসাবশেষ আল্পসের প্রায় চার কিলোমিটার দুর্গম এলাকায় ছড়িয়ে রয়েছে। যেখানে পৌছতে রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে উদ্ধারকারীদের। হেলিকপ্টারের মাধ্যমে মাউন্টেন রেসকিউ পুলিসের তিরিশজনের একটি দল ঘটনাস্থলে পৌছনোর চেষ্টা করছে।