ওয়াশিংটনে নৌঘাঁটিতে বন্দুকবাজদের হামলা, নিহত ১২, তিন বন্দুকবাজকেই মেরে ফেলল পুলিস

বন্দুকবাজের নিশানায় এ বার মার্কিন নৌ ঘাঁটি। ওয়াশিংটনে নৌ ঘাঁটির সামনে প্রকাশ্য দিবালোকে এক বন্দুকবাজের গুলিতে নিহত হলেন দশজন। নিহতদের মধ্যে আছেন দুই পুলিসকর্মী। ওয়াশিংটনে মার্কিন নৌসেনার সদরদপ্তরে এই হামলা হয়।

Updated By: Sep 16, 2013, 07:56 PM IST

বন্দুকবাজদের নিশানায় এ বার মার্কিন নৌ ঘাঁটি। ওয়াশিংটনে নৌ ঘাঁটির সামনে প্রকাশ্য দিবালোকে দুই বন্দুকবাজদের গুলিতে নিহত হলেন ১২ জন। নিহতদের মধ্যে আছেন দুই পুলিসকর্মী। নেভাল সি সিস্টেম কম্যান্ডের সদর দফতর চত্বরে আজ এই ঘটনা ঘটে৷ দুই বন্দুকবাজকেই মেরে ফেলে পুলিস৷
গুলি চালানোর সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়৷ মার্কিন পুলিসের হেলিকপ্টার আকাশপথে চক্কর দিতে শুরু করে৷ কিছুক্ষণের জন্য ওয়াশিংটনের আকাশপথে বিমান যাতায়াত বন্ধ করে দেওয়া হয়৷ এই নৌঘাঁটিতে প্রায় ৩০০০ কর্মী কাজ করেন৷ প্রাথমিকভাবে ১২ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে । স্থানীয় সময় সকাল ৮.২০ নাগাদ এই হামলা হয়।

.