ইঁদুরের লুকোচুরিতে ৬ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান

Updated By: Dec 29, 2014, 06:42 PM IST
ইঁদুরের লুকোচুরিতে ৬ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান

 

ওয়েব ডেস্ক: সে এক কাণ্ড। প্লেন ছাড়ব ছাড়ব করছে, এমন সময় হঠাত্‍ তিনি খেল দেখাতে শুরু করলেন। কাতারের অ্যাডলফ সুয়ারেজ বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দরে দোহা থেকে মাদ্রিদে ওড়ার জন্য তৈরিই ছিল বিমান। কিন্তু কাতার এয়ারওয়েজের কেবিনে এক ইঁদুরের অত্যাচারে দেরীতে চালাতে হল কাতার এয়ারওয়েজের এই বিমান।

কিন্তু একটা ইঁদুরের জন্য এত দেরী কেন! জানা গেল একটা ইঁদুরকে খুঁজতে প্রথমে যাত্রীরা প্লেন থেকে নামানো হয়েছিল। নামানো হয়েছিল যাত্রীদের লাগেজও। এরপর ইঁদুর মারতে ধোঁয়া দিয়ে গোটা প্লেন ঢেকে ফেলা হয়। বেশ কিছুক্ষণ পর সেই ইঁদুরকে মৃত অবস্থায় প্লেন থেকে নামানো হয়।

তারপর ফের আরও একবার করে সিকিউরিটি চেকআপ করে সেই প্লেনে যাত্রীদের তোলা হয়। দুপুর ৩টের সময় এই প্লেন স্পেনের মাদ্রিদের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল, সেখানে রাত ৯টায় প্লেনটি ছাড়ে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগের ফ্লাইটে নামার সময় এক যাত্রী এই ইঁদুরটি দেখতে পেয়ে বিমানসেবিকাকে জানান। তারপরই ব্যবস্থা নেওয়া হয়। দেরির জন্য ক্ষমা চেয়ে নিয়েছে সেই বিমানসংস্থাটি।

.