নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে পুতিন

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এই প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি।

Updated By: Dec 5, 2011, 09:36 PM IST

বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত মিলছিল। কার্যক্ষত্রেও তার প্রতিফলন দেখা গেল। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এই প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি।
২০০৭ সালের ভোটে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৪৫০ আসনের মধ্যে পুতিনের দলের সদস্য সংখ্যা ছিল ৩১৫। ভোট মিলেছিল ৬৭ শতাংশ। এবার ৫০ শতাংশ ভোটদাতারও সমর্থন পায়নি ইউনাইটেড রাশিয়া। আসনসংখ্যা নেমে এসেছে ২৩৮-এ। অন্য দিকে ১৯.২ শতাংশ ভোট ও ৯২টি আসন দু`দশক পর রাশিয়ার রাজনীতিতে চমকপ্রদ প্রত্যাবর্তন ঘটেছে কমিউনিস্ট পার্টির। তৃতীয় স্থানাধিকারী `জাস্ট রাশিয়া` ১৩.২ শতাংশ ভোট পেয়ে ৬৪টি আসনে জিতেছে। অন্য দিকে উগ্র-জাতীয়তাবাদী এলডিপিআর পেয়েছে ১১.৭ শতাংশ ভোট। জিতেছে ৫৬টি ডুমা আসনে।

.