পুতিন একটা আস্ত গর্দভ! ইউক্রেনে আমরা একজন ফ্যাসিস্টেরও দেখা পাইনি: বিস্ফোরণ রুশ সেনার

Russia-Ukraine War: শোকার্ত মায়েদের সান্ত্বনা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি। তবে যুদ্ধ নিয়ে টিভি ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়ো বা বানানো তথ্য-ছবি ইত্যাদি দয়া করে বিশ্বাস করবেন না! কিন্তু সত্যটা কী?

Updated By: Nov 26, 2022, 01:59 PM IST
পুতিন একটা আস্ত গর্দভ! ইউক্রেনে আমরা একজন ফ্যাসিস্টেরও দেখা পাইনি: বিস্ফোরণ রুশ সেনার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেন যুদ্ধে লড়াইরত এবং কিছু নিহত রুশ সেনার মায়েদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। গতকাল শুক্রবার আয়োজিত ওই বৈঠকে তিনি সেই ত্রস্ত শোকার্ত মায়েদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’ যুদ্ধ নিয়ে টিভি ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়ো বা বানানো তথ্য-ছবি ইত্যাদি বিশ্বাস না করার জন্য তাঁদের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পুতিনের এই বক্তব্যটি প্রচার করা হয়েছে।

আরও দাবি: Bizarre Deep-Sea Creatures: মহাসমুদ্রের তলায় আগ্নেয়গিরির কাছে ঘুরে বেড়াচ্ছে এ কোন বিচিত্র প্রাণী?

ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ায় ক্রমাগত তাঁর বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যেই নানা অভিযোগ করেছেন-- তাঁদের ছেলেদের সামান্য প্রশিক্ষণ দিয়েই যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাঁদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হয়নি, শীতকালে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গরম কাপড়ও দেওয়া হয়নি!

এমন অবস্থায় গতকাল কয়েকজন সেনার মায়ের সঙ্গে বৈঠক করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে বৈঠকটি হয়। এদিন পুতিনকে ১৭ জন মায়ের সঙ্গে বসে কথা বলতে দেখা গিয়েছে। মায়েদের কেউ কেউ শোকের প্রতীক হিসেবে মাথায় কালো রঙের ওড়না জড়িয়ে রেখেছিলেন। উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, ‘সন্তান হারানোর শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।’ তিনি ওই মায়েদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের জানাতে চাই, ব্যক্তিগতভাবে আমি এবং দেশের সব নেতাই এই ব্যথা অনুভব করতে পারছি।’ যুদ্ধে সন্তান হারানো একজন মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কিছু মানুষ ভদকা খেয়ে মারা যান এবং অগোচরে জীবন কাটিয়ে দেন, কিন্তু আপনার ছেলে সত্যিকারের জীবন কাটিয়েছে এবং লক্ষ্য অর্জন করেছে। তার মৃত্যু বৃথা যাবে না।’ তিনি আরও বলেন, মাঝেমধ্যেই তিনি যুদ্ধক্ষেত্রে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসব সেনাকে বীর বলে উল্লেখ করেন তিনি।

কিন্তু স্বয়ং রুশ সেনারা কী বলছেন? 

তাঁদের বক্তব্য প্রায় বোমা ফেলার মতো সাংঘাতিক। তাঁরা যখন যুদ্ধক্ষেত্র থেকে তাঁদের মা বা স্ত্রীর সঙ্গে কথা বলেন তখন সাধারণত তাঁরা যুদ্ধ ও তার পরিস্থিতি নিয়ে যা বলেন বা তাঁদের প্রেসিডেন্ট সম্বন্ধে যে বাছা বাছা বিশেষণ ব্যবহার করেন তা শুনলে চোখ কপালে উঠবে। সম্প্রতি নিউইয়র্ক টাইমস মূল রুশ ভাষায় তাঁদের এ ধরনের একটি কথোপকথন নমুনাস্বরূপ প্রকাশ করেছে:

'উন্মাদ হোন বা না হোন, পুতিন যে একটা বোকা লোক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুতিন একটা আস্ত গর্দভ। উনি চান আমরা কিয়েভ দখল করি, কিন্তু কীভাবে সে ব্যাপারে তাঁর বিন্দুমাত্র ধারণা নেই। যুদ্ধ শুরুর আগে কেউ আমাদের বলেনি, ঠিক কী ঘটতে চলেছে, আমরা কোথায় যাচ্ছি ইত্যাদি। এখন চারদিকে শুধু রক্ত, মানুষের লাশ। আমাদের বোকা বানানো হয়েছে। এতদিন হয়ে গেল ইউক্রেনে আমরা একজন ফ্যাসিস্টেরও দেখা পাইনি! অথচ যুদ্ধের আগে থেকে আমাদের এই কথা বলা হচ্ছিল।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.