ফের বন্দুকবাজের হামলা, এবার নিশানা ব্রাজিলের স্কুল; নিহত ৩ আহত ১১

তবে বন্দুকধারীকে ১৬ বছর বয়সী বলে সন্দেহ করা হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে ৫০ মাইল উত্তরে, আরাক্রুজ নামের ছোট শহরে এই হামলা হয়। গভর্নর বলেন, ‘প্রিমো বিত্তি স্কুল এবং প্রিয়া দে কোকিরাল এডুকেশনাল সেন্টারে হামলার ঘটনা ঘটেছে’।  

Updated By: Nov 26, 2022, 08:59 AM IST
ফের বন্দুকবাজের হামলা, এবার নিশানা ব্রাজিলের স্কুল; নিহত ৩ আহত ১১

 জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বন্দুকবাজের হামলা। এবার নিশানা ব্রাজিলের স্কুল। ব্রাজিলের সরকারের তরফে জানানো হয়েছে শুক্রবার ব্রাজিলের এসপিরিটো সান্তো রাজ্যের দুটি স্কুলে সশস্ত্র বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত এবং ১১ জন গুরুতর আহত হয়েছেন। ব্রাজিলের স্কুলে গুলি চালানো বন্দুকধারীর কাছে একটি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ছিল যা নিরাপত্তা ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্ত বন্দুকধারীকে সামরিক পোশাক পরে মুখ ঢেকে থাকতে দেখা গেছে।

তবে বন্দুকধারীকে ১৬ বছর বয়সী বলে সন্দেহ করা হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে ৫০ মাইল উত্তরে, আরাক্রুজ নামের ছোট শহরে এই হামলা হয়।

 

শুক্রবার এক ট্যুইট বার্তায় এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে জানিয়েছেন, ‘নিরাপত্তা দলগুলো হামলাকারীকে ধরার চেষ্টা করছে যে আরাক্রুজের দুটি স্কুলে হামলা চালিয়েছে। আমি অপূরণীয় ক্ষতির জন্য শোকের চিহ্ন হিসেবে তিন দিনের সরকারি শোক ঘোষণা করছি। আমরা কারণ অনুসন্ধান চালিয়ে যাব এবং, শীঘ্রই, আমরা নতুন ব্যাখ্যা পাব’।

 

গভর্নর বলেন, ‘প্রিমো বিত্তি স্কুল এবং প্রিয়া দে কোকিরাল এডুকেশনাল সেন্টারে হামলার ঘটনা ঘটেছে’।

 

আরও পড়ুন:

জোড়া গোলাগুলির ঘটনাকে ‘অযৌক্তিক ট্র্যাজেডি’ হিসাবে বর্ণনা করে, ব্রাজিলের আগামী রাষ্ট্রপতি, লুইজ ইনাসিও লুলা দা সিলভা, টুইট করেছেন, ‘দুঃখের সঙ্গে আমাকে এসপিরিটো সান্তোর আরাক্রুজ স্কুলে হামলার বিষয়ে জানানো হয়েছিল। আমার সংহতি তাদের পরিবারের সঙ্গে রয়েছে যারা এই অযৌক্তিক ট্র্যাজেডির শিকার’।

তিনি আরও বলেন, ‘আমার সমর্থন রয়েছে গভর্নর কাসাগ্রান্ডের এই কেসের তদন্তে এবং দুটি ক্ষতিগ্রস্ত স্কুলের আশেপাশের সম্প্রদায়কে সান্ত্বনা দেওয়ার জন্য’।

 

স্থানীয় পুলিস বলেছে যে তারা প্রাথমিকভাবে সন্দেহ করেছিল যে বন্দুকধারী হামলাকারী স্কুলের একজন ছাত্র। তবে এসপিরিটো সান্তোর জননিরাপত্তা বিভাগের প্রধান মার্সিও সেলান্তে সাংবাদিকদের বলেছেন যে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

পাবলিক সিকিউরিটি অফিস এক বিবৃতিতে বলেছে যে পুলিস এবং উদ্ধারকর্মীরা বন্দুকধারীর সন্ধান চালিয়ে যাওয়ার পাশাপাশি আহতদের যত্ন নিচ্ছে।

একজন আহত ব্যক্তিকে হেলিকপ্টারে করে আরাক্রুজ থেকে প্রায় ৬০কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি বৃহত্তর শহর সেরায় নিয়ে যেতে হয়।

.