ভারত-পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা খুবই বিপজ্জনক, পুলওয়ামা হামলা নিয়ে উদ্বেগ ট্রাম্পের
ট্রাম্প আরও বলেন, ‘ভারত গোটা বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে। ৪০ জন প্রাণ হারিয়েছেন। ভারতের তীব্র ক্ষোভ থাকাই স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার পর এতদিনে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। গোটা পরিস্থিতিকে বিপজ্জনক বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুবই বিপজ্জনক, খুবই খারাপ। অনেক মানুষ মারা গিয়েছেন। এই জিনিস বন্ধ হোক। আমরা চাই এক্ষুনি তা করা হোক।‘
#WATCH US President Donald Trump says "There’s a terrible thing going on right now between Pakistan and India. It's a very very bad situation and it is a dangerous situation between the two countries. We would like to see it stop. Lot of people were just killed." #PulwamaAttack pic.twitter.com/oZAi4pRVsU
— ANI (@ANI) February 23, 2019
আরও পড়ুন-কথা মতো সেনা কল্যাণ তহবিলে এত টাকা দান অভিষেকের, দেখে নিন সেই চেক
ট্রাম্প আরও বলেন, ‘ভারত গোটা বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে। ৪০ জন প্রাণ হারিয়েছেন। ভারতের তীব্র ক্ষোভ থাকাই স্বাভাবিক। সাম্প্রতিক যে হামলা হল তা দুদেশের সম্পর্ক আরও খারাপ করবে।‘
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত এখন পাকিস্তানকেই দায়ি করছে। ইতিমধ্যেই পাকিস্তানকে দেওয়া সর্বাধিক সুবিধেপ্রাপ্ত দেশের মর্যাদা কেড়ে নিয়েছে ভারত। ভারত থেকে পাকিস্তানে বয়ে যাওয়া নদীর জল নিয়ন্ত্রণ করার কথাও ভাবছে। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে হামলার কথা কবুল করতে রাজী নয় পাক সরকার।
আরও পড়ুন-ভাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতরের দখল নিল পাক সরকার
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, পাকিস্তানকে দেওয়া ১.৩ বিলিয়ন ডলার অনুদান দেওয়া বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য প্রেসিডেন্ট্র আমলে পাকিস্তান অনেক সুবিধে নিয়েছে। আমি তা বন্ধ করেছি। কারণ অনুদান নিয়ে ওদের যা করার কথা ছিল তা তারা করেনি।