Indian-American Editor Resigns: ঝুলিতে রয়েছে পুলিত্জার পুরস্কার, কর্মীদের চাকরি বাঁচাতে ইস্তফা সংবাদপত্র সম্পাদকের

ভাটিয়াদের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন লখনউ থেকে। মার্কিন মুলুকে বহু নামী সংবাদপত্রে কাজ করেছেন। জিতে নিয়েছেন পুলিত্জার পুরস্কার। তাঁর ইস্তফায় দেশের বহু প্রতিষ্ঠিত সাংবাদিক টুইটে করে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন

Updated By: Dec 25, 2022, 07:42 PM IST
Indian-American Editor Resigns: ঝুলিতে রয়েছে পুলিত্জার পুরস্কার, কর্মীদের চাকরি বাঁচাতে ইস্তফা সংবাদপত্র সম্পাদকের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোম্পানি চাইছে খরচ কমাতে। ফলে চাকরি যেতে বসেছিল সংবাদপত্রের বহু কর্মীর। তাদের চাকরি বাঁচাতে নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রেয়েট ফ্রি প্রেস দৈনিকের সম্পাদকের পদ ছাড়লেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পিটার ভাটিয়া। তাঁর ঝুলিতে রয়েছে পুলিত্জারের মতো পুরস্কার। এহেন এক সাংবাদিকের সম্পাদকের পদ ছেড়ে দেওয়ার কারণ অবাক করছে অনেককে। পিটারের যুক্তি তিনি যা বেতন পান সেই বেতন দিতে না হলে কোম্পানির অনেক টাকা বাঁচবে। ফলে চাকরি যাওয়া থেকে রক্ষা পাবেন বহু কর্মী।

আরও পড়ুন-রাজ্যে চলে এল দুরন্ত গতির বন্দে ভারত এক্সপ্রেস, বদলে যাবে হাওড়া-শিলিগুড়ি সফরের মজা

ডেট্রেয়েড ফ্রি প্রেসের মালিক মিডিয়া কোম্পানি গ্যানেট। কোম্পানির নতুন পলিসি দেখে এসপ্তাহের স্টাফ মিটিংয়ে নিজের ইস্তফার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পিটার। সংবাদমাধ্যমে পিটার জানিয়েছেন, এখন আমরা খুবই খারাপ আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কোম্পানি এখন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। তাই অন্যের চাকরি বাঁচাতে নিজেই নিজেকে ছাঁটাই করলাম। 

পিটার আরও জানিয়েছেন, আমি হয়তো অন্য কোনও সুয়োগ পাব। তাতে আমার চলে যাবে। দৈনিকের বাজেট থেকে আমার বেতনটা যদি বাদ যায় তাহলে সেই টাকায় অন্য অনেকের বেতন হবে। এতে চাকরি হারাতে হবে না অন্যদের। ডেট্রয়েট ফ্রি প্রেসের জন্য এটাই ভালো হবে।

ভাটিয়াদের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন লখনউ থেকে। মার্কিন মুলুকে বহু নামী সংবাদপত্রে কাজ করেছেন। জিতে নিয়েছেন পুলিত্জার পুরস্কার। তাঁর ইস্তফায় দেশের বহু প্রতিষ্ঠিত সাংবাদিক টুইটে করে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.