মানুষের মাথার কাজ এবার করে দেবে স্ট্যাম্প সাইজের চিপ
পোস্টেজ স্ট্যাম্প সাইজের একটি চিপ। তবে তার ক্ষমতা এতটাই যে মানুষের মস্তিষ্কের নকল করতে পারবে নির্ভুল। বৃহস্পতিবার ওয়াশিংটনে এমনই এক চিপের কথা জানালেন গবেষকরা।
ওয়াশিংটন: পোস্টেজ স্ট্যাম্প সাইজের একটি চিপ। তবে তার ক্ষমতা এতটাই যে মানুষের মস্তিষ্কের নকল করতে পারবে নির্ভুল। বৃহস্পতিবার ওয়াশিংটনে এমনই এক চিপের কথা জানালেন গবেষকরা।
এই নিউরোসিপন্যাপটিক চিপের সাহায্যে নিজে থেকেই চলবে গাড়ি, ইনস্টল করা যাবে স্মার্টফোনেও। আইবিএমের প্রধান বিজ্ঞানী ধর্মেন্দ্র মোধা জানালেন, সেরেব্রাল কর্টেক্স থেকে অনুপ্রেরণার সাহায্যে এই চিপ বানিয়েছি আমরা। এখনকার কম্পিউটার মূলত মস্তিষ্কের বাঁ দিকের কাজ কিছুটা সহজ করেছে। এই চিপ ডান মস্তিষ্কের কাজ করবে। ঠিক যেভাবে নিউরোন ও সাইন্যাপসিসের নেটওয়ার্ক তৈরি করে মানুষের মস্তিষ্ক কাজ করে, এই চিপও ঠিক সেভাবেই কাজ করবে।
প্রায় ১০ লক্ষ নিউরোন ও ২৫৬ মিলিয়ন সাইন্যাপসিসের সাহায্যে ৪০৯৬ কোটি ও ৫.৪ বিলিয়ন ট্রানজিস্টরের সাহায্যে এই চিপ তৈরি হয়েছে। ওয়াইফাই নেটওয়ার্কে বেশি ভাল কাজ করবে এই চিপ।