দক্ষিণ কোরিয়া পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ত্রিদেশীয় সফরের শেষ ধাপে দক্ষিণ কোরিয়া পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে সে দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন মোদী।
সিওল: ত্রিদেশীয় সফরের শেষ ধাপে দক্ষিণ কোরিয়া পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে সে দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন মোদী।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউই-হুই এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থা নিয়ে কথা বলবেন। বেশ কিছু চুক্তিও স্বাক্ষর হওয়ার কথা।
দু'দেশের মধ্যে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা প্রবল।
ইতিমধ্যেই ৩৩০টি কোরিয়ান কোম্পানি ভারতে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ভারতে নিযুক্ত করেছে ৪০ হাজার কর্মী। ভারতও দক্ষিণ কোরিয়ায় প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বহু ভারতীয় আইটি ও ফার্মাসিউটিকল কোম্পানি কোরিয়ায় ব্যবসা করতে উৎসুক।
কোরিয়া সফরে বেশ কিছু বাণিজ্যিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁদের এদেশে বিনিয়োগের অনুরোধ জানাবেন তিনি।