বাহাদুর শাহ জাফরের মাজারে মোদী
ওয়েব ডেস্ক: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের সমাধীতে আজ শ্রদ্ধা জানালেন মায়ানমার সফররত প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি, ইয়াঙ্গনের একটি প্রসিদ্ধ কালি মন্দিরেও পূজা দেন নমো। এদিন একটি বৌদ্ধস্তুপ দর্শনেও যান ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী। সেখানে বোধি গাছের চারাও রোপণ করেন মোদী।
PM @narendramodi at the Mazar of Bahadur Shah Zafar in Yangon. pic.twitter.com/u9BtCP7eBP
— PMO India (@PMOIndia) September 7, 2017
প্রসঙ্গত, ব্রিকস বৈঠক সেরেই প্রধানমন্ত্রী হিসাবে নিজের প্রথম মায়ানমার সফরে রওনা হন মোদী। সাবেক ব্রহ্মদেশ তথা বার্মার সঙ্গে ভারতের নিবিড় ঐতিহাসিক যোগাযোগের পটভূমিতে দাঁড়িয়ে দুই দেশের মধ্যে ভবিষ্যতে আদানপ্রদান সুনিশ্চিত করতে মোট ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়। যে ইস্যুতে গোটা বিশ্বের কাছে মুখ পুড়েছে সু চি-র দেশের, সেই রোহিঙ্গা সমস্যা নিয়েও মায়ানমারের পাশে থাকার বার্তা দিয়েছেন মোদী।