মঙ্গোলিয়ায় মোদীর মাঙ্গলিক বার্তা "বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল ভবিষ্যত" ভারতের

শনিবার রাতে শাংহাই থেকে সেদেশের মাটি স্পর্শ করে মোদীর বিশেষ বিমান। বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এল পুরেভসুরেন।

Updated By: May 17, 2015, 11:39 AM IST
মঙ্গোলিয়ায় মোদীর মাঙ্গলিক বার্তা "বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল ভবিষ্যত" ভারতের

ওয়েব ডেস্ক:

শনিবার রাতে শাংহাই থেকে সেদেশের মাটি স্পর্শ করে মোদীর বিশেষ বিমান। বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এল পুরেভসুরেন।

এটাই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর মঙ্গোলিয়া সফর। আজ সকালে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোদী। তারপর একগুচ্ছ চুক্তি সই হয় দু দেশের মধ্যে। এরপর মঙ্গোলিয়ার সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ প্রধানমন্ত্রীর সম্মানে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

এরপর স্পিকারের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্ন ভোজে  মিলিত হবেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট। একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মোদী। অংশ নেবেন নাদাম উত্‍সবে। সব শেষে উলান বাতোরে একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

.