প্লুটোতে দেখা যায় নীল আকাশ, আছে লাল বরফ
প্লুটোকে ছুঁয়ে ফেলার পর এবার বামন গ্রহ নিয়ে নয়া তথ্য দিল মহাকাশযান 'নিউ হরাইজন'। নাসার এই মহাকাশযানের মাধ্যমে জানা গিয়েছে প্লুটোয় নীল আকাশ দেখা যায়। এমনকী প্লুটোর সারফেস বা পৃষ্ঠে সামান্য বরফও আছে।
ওয়েব ডেস্ক: প্লুটোকে ছুঁয়ে ফেলার পর এবার বামন গ্রহ নিয়ে নয়া তথ্য দিল মহাকাশযান 'নিউ হরাইজন'। নাসার এই মহাকাশযানের মাধ্যমে জানা গিয়েছে প্লুটোয় নীল আকাশ দেখা যায়। এমনকী প্লুটোর সারফেস বা পৃষ্ঠে সামান্য বরফও আছে।
'নিউ হরাইজন'-এর মিশন প্রিন্সিপাল এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, প্লুটো সত্যিই অসাধারণ সুন্দর একটা গ্রহ। বামন গ্রহে নীল আকাশ দেখা যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, সূর্যালোকের বিক্ষেপ্তি হওযার ফলে এমন দেখায়। তবে পৃথিবীতে যেমন বেশিরভাগ সময়ই আকাশ নীল দেখায়, প্লুটোর ক্ষেত্রে তেমন ঘটে না। সোজা তাকালে প্লুটোর আকাশ ঘন কালো দেখায়।
নয় বছর ধরে প্রায় ৫০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোকে প্রথমবারের মত পরিদর্শন করে মহাকাশযান 'নিউ হরাইজন'। নাসার এই মহাকাশযানের কাছ থেক আরো বেশি ছবি ও নতুন নতুন তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।