ঘরের ভিতর ঢুকে গেল আস্ত একটা প্লেন, দৈবাত্‍ রক্ষা পেলেন দুই ব্যক্তি

Updated By: Nov 20, 2014, 08:29 PM IST
ঘরের ভিতর ঢুকে গেল আস্ত একটা প্লেন, দৈবাত্‍ রক্ষা পেলেন দুই ব্যক্তি

 

ওয়েব ডেস্ক: ওরা দুজন বেশ আড্ডার মেজাজে বাগানে ঘুরছিল। খোশমেজাজে গল্পের মাঝে হঠাত্‍ই বিপত্তি। বলা নেই কওয়া নেই বাগানে সটন ঢুকে পড়ল আস্ত একটা প্লেন। আর আসবি তো আয়, একেবারে ঘাড়ের ওপর! তবে কিনা বলে না রাখে হরি মারে কে। সেই নিয়মে বেঁচে গেলেন দুজনে। সামান্য চোট লাগা ছাড়া দুজনেই একেবারে বহাল তবিয়তে।

 ঘটনাটা ঘটেছে ল্যাঙ্কেশায়ারে। কিন্তু কী করে ঘটল এমন ঘটনা! আসলে ৭৩ বছরের বুড়ো পাইলট ঠিক বুঝতে পারেননি প্লেনের ল্যান্ডিং গিয়ারটা ভেঙে গিয়েছিল। তাই আর কী সটান একেবারে ঘরের বিছানায় ল্যান্ড করল প্লেন। প্লেন মশাইদের এ হেন উদ্ভট ইচ্ছায়, ভয় হয় যেভাবে আকাশে প্লেন বাড়ছে, কোনদিন না আবার সোজা আমাদের...

Tags:
.